সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রেমিকের অফিসে গিয়ে তাকে কোপানোর পর সেখানেই আত্মহত্যা করেছেন এক নারী।
সোমবার (২৬ জুন) উপজেলার বৈরাগির বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, বিয়ানীবাজার উপজেলার খশির পাটনিপাড়ার বাসিন্দা স্বাস্থ্যকর্মী গোপাল চন্দ্র দাসের সঙ্গে ওই নারীর বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। আজ দুপুরে তিনি গোপালের অফিস খশিরবন্দ কমিউনিটি ক্লিনিকে যান। সেখানে গিয়ে তাকে দা দিয়ে উপর্যুপরি কোপান। এ সময় গোপাল অফিস কক্ষ থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে আসেন। তখন স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পুলিশ কর্মকর্তা জানান, গোপালকে কোপানোর পর ওই নারী অফিস কক্ষের দরজা আটকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
মন্তব্য করুন