ফেনীর সোনাগাজীতে জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে প্রথম দিনে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। বুধবার (২২ নভেম্বর) দুপুরে মিছিলটি সোনগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে শেষ হয়।
জানা যায়, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়ার নেতৃত্বে পৌর যুবদল মিছিল করেন। এতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এ সময় নেতাকর্মীরা অবৈধ তপশিল মানি না মানবো না বলে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে পুলিশ সড়কে অবস্থান নিলে নেতাকর্মীরা সরে যান।
যুবদল নেতা খুরশিদ আলম ভূঁইয়া জানান, গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীরা বাইরে থাকলেও তারেক জিয়ার নির্দেশে এবং আমাদের নেতা মিন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা আবারও ঘুরে দাঁড়িয়ে অবৈধ তপশিলের বিরুদ্ধে জনমত গড়ে তুলব। জেল-জুলুম আর পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
মন্তব্য করুন