অন্যসব দিনের মতো সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়নের বাবলু কয়াল। বুধবার (২৩ নভেম্বর) রাতে বাবুর এক জালেই পাওয়া ২৭টি মেইদ মাছ, যা স্থানীয় বাজারে বিক্রি হয় লাখ টাকায়। এতে বেজায় খুশি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের জেলে বাবলু কয়াল।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পাইকারি এক ক্রেতা ৬০০ টাকা কেজি দরে মাছগুলো ১ লাখ টাকায় কিনে নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাবলু কয়াল বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সুন্দরবনে যান। বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে জাল ফেলেন তিনি। সেই জালেই একসঙ্গে ২৭টি মেইদ মাছ ধরা পড়ে। যার ওজন ১৭০ কেজি। মাছগুলো বৃহস্পতিবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে আনা হলে ৬০০ টাকা কেজি দরে কিনে নেন এক পাইকারি ক্রেতা।
স্থানীয় মাছ ব্যবসায়ী আবু বক্কার গাজী বলেন, অনেকটা কাইন মাছের আকৃতির মেইদ মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এরা নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে মাছ ধরা পড়ে না। তবে মাঝে মাঝে ভাগ্যবান জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে। গত বছর সুন্দরবনসংলগ্ন হরিনগর গ্রামের মঞ্জুর গাজী নামের এক জেলে একসঙ্গে প্রায় ৩০০টি মেইদ মাছ পেয়েছিলেন।
মন্তব্য করুন