দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু। বুধবার (২২ নভেম্বর) রাজধনী ঢাকার ৩৩ তোপখানা রোড়ের মেহেরব প্লাজার ১৬ তলায় তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমাও দেন তিনি।
আনোয়ার হোসেন মঞ্জু জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বাসিন্দা। তিনি জুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
এ বিষয়ে আনোয়ার হোসেন মঞ্জু কালবেলাকে বলেন, ‘দীর্ঘদিন বিএনপি করে মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছি। এরপরও অদৃশ্য কারণে দল আমাকে যোগ্যতা অনুসারে মূল্যায়ন করেনি। রাজনীতির বাইরে ব্যাপক শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের পরামর্শে তাদের ভোটের মূল্যায়ন দিতে আমি জাতীয় নির্বাচনে তৃনমূল বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দিলে মৌলভীবাজার-১ আসনে সাধারণ জনগনের জন্য কাজ করব।’
জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর বলেন, ‘সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জুড়ী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জুর বিষয়ে জেলা কমিটিকে বলা হয়েছে। তারা বহিষ্কারের ব্যবস্থা নেবে।’
মন্তব্য করুন