মিছিল শেষে ফেরার পথে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের মুক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম এ তথ্য জানান। আকবর হোসেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই।
স্থানীয়রা জানান, বিএনপির ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যায় উপজেলার তুলাতুলী এলাকায় বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। আকবর হোসেন মিছিলের নেতৃত্বে ছিলেন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে আকবর হোসেনকে মুক্তার বাড়ি এলাকায় ঘিরে ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশে খবর দেন। পরে দাগনভূঞা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুদ্দিন মামুন বলেন, তুলাতুলির এলাকার বাধের গোড়ায় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন দেয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাকে ঘেরাও করে পুলিশে সোপর্দ করে।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয় লোকজন বিএনপি নেতা আকবর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।
মন্তব্য করুন