কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর মগডেইল এলাকা থেকে অস্ত্রসহ মঈন উদ্দীন প্রকাশ বদাইয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন।
পরে দুপুর ১২টার দিকে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা সূত্রে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের আইসি এসআই ইমরানের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট মাতারবাড়ী মগডেইল এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক তার কাছ থেকে দুটি দেশিয় তৈরি বন্দুকসহ তিন রাউন্ড গুলি, একটি কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী মঈন উদ্দীন প্রকাশ বদাইয়া মাতারবাড়ী মাইজ পাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে। এর আগে একাধিক অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন