দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
এ সময় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনের বিপরীতে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন মহিউদ্দিন আহমেদ। মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে মনোনয়ন পেয়েছেন সাগুফতা ইয়াসমিন। মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ সদর) আসনে মনোনয়ন পেয়েছেন মৃণাল কান্তি দাস।
মনোনয়নের ঘোষণা আসার পর পর মুন্সীগঞ্জ জেলা জুড়ে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উৎসব করতে দেখা যায়।
মন্তব্য করুন