দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে চতুর্থবারের মতো পুনরায় আবুল হাসান মাহমুদ আলীকে নৌকার মনোনয়ন দেওয়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলটি খানসামা মা ও শিশু হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে খানসামা বাজার প্রদক্ষিণ করে। এ সময় নৌকা মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা উপজেলা সদর।
এর আগে রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শাহবাজ হোসেন সজীবের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মনজুরুল হক চৌধুরী বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সদস্য সারোয়ার আলম ছলো, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ আহ্বায়ক সুশান্ত মহন্ত, আলোকঝাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, শামীম, জিল্লুর, রুহুল, কৃষ্ণ, তুর্য, সোলজার, ভোলো, মাসুদ রানা, জাহিদ, মাহবুব রানা, আরমান, সাগরসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মন্তব্য করুন