বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আব্দুল্লাহ, মনোনয়নপত্র সংগ্রহ

মঙ্গলবার সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ছবি : কালবেলা
মঙ্গলবার সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলীয়ভাবে মনোনীত না হওয়ায় এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলামের কাছ থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল।

খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল সদর ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ। কিন্তু দল তাকে মনোনীত করেনি। পরে দলীয় মনোনয়ন ঘোষণার দিন রোববার সন্ধ্যায় বরিশাল নগরীর কালীবাড়ি রোড সাদিক আব্দুল্লাহর বাসায় তার অনুসারীরা জমায়েত হন। সেখানে ঘণ্টার পর ঘণ্টা সভা চলে। ওই সভায় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ কয়েকজন সাংবাদিক, সুশীল সমাজের কয়েকজন ব্যক্তিবর্গ, মহানগর আওয়ামী ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা‌ এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ওই রাতে অনুসারীদের চাপের মুখে পরে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মতপ্রকাশ করেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, দলের সিদ্ধান্ত মনোনয়ন স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচন করতে পারবে। তাই দলের এই সিদ্ধান্ত জানতে পেরে মহানগর আওয়ামী লীগের নেতারা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতারা সাদিক আব্দুল্লাহকে প্রার্থী হওয়ার জন্য দাবি তুলেছেন। পরে নেতাকর্মীদের দাবি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজ সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। এই মনোনয়ন আগামী ৩০ নভেম্বর জমা দেওয়া হবে বলে জানান তিনি।

বরিশাল সদর ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমানে ওই আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খাবার বন্ধ করলে ওজন কমে কি

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাহিদের প্রতিক্রিয়া

তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শনিবার খোলা থাকবে ব্যাংক

পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি, বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা

জামাইয়ের দেওয়া আগুনে পুড়ে ছাই শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান

সীমান্তে নারী-শিশুসহ ১১ অনুপ্রবেশকারী আটক

ভারতে পালানোর সময় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল, ঘরে ঢুকে মাথায় গুলি

১০

প্রতিদিন মদ খেলে মস্তিষ্কে যা ঘটে জানাচ্ছে গবেষণা

১১

আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম : প্রধান উপদেষ্টা

১২

জঙ্গলে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

১৩

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি যেসব দল

১৪

কালবেলা পাঠকদের কাছে আস্থা অর্জন করতে পেরেছে : টুকু

১৫

সাতক্ষীরার তিন কলেজে পাস করেনি কেউ

১৬

রুই মাছের ৮ পদ, আজই বানিয়ে ফেলুন আপনার পছন্দের রেসিপিটি

১৭

তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী / ‘দেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনা সবার কাছে পৌঁছে দেব’

১৮

কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়

১৯

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

২০
X