বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আব্দুল্লাহ, মনোনয়নপত্র সংগ্রহ

মঙ্গলবার সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ছবি : কালবেলা
মঙ্গলবার সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলীয়ভাবে মনোনীত না হওয়ায় এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলামের কাছ থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল।

খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল সদর ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ। কিন্তু দল তাকে মনোনীত করেনি। পরে দলীয় মনোনয়ন ঘোষণার দিন রোববার সন্ধ্যায় বরিশাল নগরীর কালীবাড়ি রোড সাদিক আব্দুল্লাহর বাসায় তার অনুসারীরা জমায়েত হন। সেখানে ঘণ্টার পর ঘণ্টা সভা চলে। ওই সভায় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ কয়েকজন সাংবাদিক, সুশীল সমাজের কয়েকজন ব্যক্তিবর্গ, মহানগর আওয়ামী ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা‌ এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ওই রাতে অনুসারীদের চাপের মুখে পরে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মতপ্রকাশ করেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, দলের সিদ্ধান্ত মনোনয়ন স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচন করতে পারবে। তাই দলের এই সিদ্ধান্ত জানতে পেরে মহানগর আওয়ামী লীগের নেতারা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতারা সাদিক আব্দুল্লাহকে প্রার্থী হওয়ার জন্য দাবি তুলেছেন। পরে নেতাকর্মীদের দাবি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজ সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। এই মনোনয়ন আগামী ৩০ নভেম্বর জমা দেওয়া হবে বলে জানান তিনি।

বরিশাল সদর ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমানে ওই আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ হওয়ার পর মামলা করবেন নুর : রাশেদ খান

নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে : উপদেষ্টা আসিফ

ভেনিসে ঝড় তুললেন এমা স্টোন

বিয়ের আলোচনার জন্য ডেকে যুবককে পিটিয়ে মারল মেয়ের পরিবার

‘রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটাই হবে বড় সংস্কার’

চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

খালেদা জিয়াকে ৫ বছর সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

২৮ বছর পর সন্তানকে ফিরে পেলেন বাবা-মা

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন পোলার্ড

১০

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের 

১১

সমালোচনার মুখে ইব্রাহিম, জবাব দিলেন জেরিন

১২

‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে’

১৩

প্রিয়া মারাঠে আর নেই

১৪

ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৫

পলিথিন-প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

১৬

উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, কী বললেন হাসনাত

১৭

সেলফির পেছনে মৃত্যু: শীর্ষে ভারত ও যুক্তরাষ্ট্র

১৮

চবিতে ফের সংঘর্ষ, উপ-উপাচার্যসহ আহত ২০

১৯

বিকেলে নয়, সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা 

২০
X