কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে মুক্তিপণের টাকার জন্য বন্ধুকে খুন

গ্রেপ্তার জয় চন্দ্র রায়। ছবি : কালবেলা
গ্রেপ্তার জয় চন্দ্র রায়। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিপণ আদায়ের জন্য বাল্যবন্ধুকে হত্যার রহস্য উদঘাটনসহ জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।

গ্রেপ্তার জয় চন্দ্র রায় (১৯) দিনাজপুরের নারায়নপুর দেবপাড়া গ্রামের কমল চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ সুপার বলেন, কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকায় স্থানীয় ইউনুছ আলীর বাড়ীর ভাড়াটে হিসেবে বসবাস করে রাজমিন্ত্রির যোগালীর কাজ করতেন আজাদ খান (২০)।

গত ২৪ নভেম্বর রাত সাড়ে ৭ টার দিকে আজাদ বাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে বাসায় না ফিরলে আজাদ খানের মা তার ছেলের মোবাইলে ফোন কল করলে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন রিসিভ করে তাকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং ছেলেকে পেতে হলে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ অবস্থায় লোকজন নিয়ে ছেলেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে গত ২৭ নভেম্বর সন্ধ্যায় কলাবাঁধা এলাকায় স্থানীয় মধুর মাছের খামারে ভাসমান অবস্থায় ছেলের মরদেহ শনাক্ত করা হয়।

এ ঘটনায় নিহতের মা মাজেদা খাতুন কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার মৌচাক এলাকা থেকে আত্মগোপনে থাকা জয় চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জয় চন্দ্র রায় জানান, ভিকটিম আজাদ তার ছোট বেলার বন্ধু। তারা উভয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় টাকা রোজগারের কোনো উপায় না পেয়ে বন্ধু ভিকটিম আজাদকে আটক করে বা হত্যা করে তার পরিবারের নিকট থেকে মুক্তিপণ আদায় করার পরিকল্পনা করে জয় চন্দ্র রায়। পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে নিয়ে মধুর টেক নামক এলাকায় গাজা সেবন করার উদ্দেশ্যে নিয়ে যান। সেখানে ভিকটিম আজাদকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা পুকুরের পানিতে ভাসিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে রাতে আজাদের মোবাইল থেকে ভিকটিমের মাকে ফোন দিয়ে মুক্তিপণে দাবি করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান আরও বলেন, সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ জয় চন্দ্র অপরাধের কথা স্বীকার করেছে। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তার

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

কাউকে ভোট দেওয়া ফরজ নয়, ইমান নিয়ে মরা ফরজ : ছারছীনা পীর

ফিফা দ্য বেস্টে কাকে বেছে নিলেন মেসি?

ভারত আ.লীগের ৩০ হাজার সন্ত্রাসী পালছে : হাসনাত

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির, তবে...

১০

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলি, আহত যুবক

১১

রাজশাহী বিভাগে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই : বজলুর রশীদ

১২

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করলে জনগণ ক্ষমা করবে না : ইশরাক

১৩

একসঙ্গে ছয় বিদেশি ক্রিকেটারকে দলে নিল রংপুর

১৪

বিজয় দিবসে শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতা তারিকের ব্যতিক্রমী উদ্যোগ

১৫

খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধানের পরিচয়

১৬

ঋণ জালিয়াতির অভিযোগ / মান্না ও ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফয়সালকে ভাড়া দেওয়া গাড়ির মালিক যা বললেন আদালতকে

১৮

জননিরাপত্তার অবনতি নিয়ে উদ্বেগ 

১৯

২০২৬ মৌসুম পর্যন্ত মেসির সাথে মায়ামিতেই থাকছেন সুয়ারেজ

২০
X