চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত

চৌদ্দগ্রাম উপজেলা কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে আহতদের ভিড়। ছবি কালবেলা
চৌদ্দগ্রাম উপজেলা কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে আহতদের ভিড়। ছবি কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের আতঙ্কে শতাধিক গার্মেন্টস শ্রমিক পদদলিত হয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ছুপুয়া এলাকায় আমির শার্ট গামের্ন্টসে এ ঘটনা ঘটে।

আহত রোগী, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রামসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটাছুটি শুরু করে। তাড়াহুড়া করে নামতে গিয়ে পদদলিত হয়ে ও ওপর থেকে লাফ দিয়ে কমপক্ষে শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

এ সময় গার্মেন্টসের গেট বন্ধ থাকার কারণে কেউ বেরিয়ে আসতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অনেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু জানান, ভূমিকম্পে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে আহত হওয়া ৮০ জন গার্মেন্টস শ্রমিককে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তার মধ্যে উন্নত চিকিৎসার জন্য সাহেদা, আয়শা ও অজ্ঞাতনামা এক নারীসহ তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমির শার্ট গার্মেন্টেসের সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) কাজী মো. ইউসুফ ও এসভিপি শাহজাহান সাজু জানান, আমির শার্ট গার্মেন্টেসের তিনটি ভবন রয়েছে। তার মধ্যে একটিতে প্রশাসনিক ও অপর দুইটিতে প্রোডাকশনের কাজ চলে। প্রোডকশনের দুটি ভবনের চারটি ফ্লোরে ১৭০০ শ্রমিক কাজ করেন।

তারা বলেন, ভবনে ওঠানামার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিন্তু ভূমিকম্পের আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে। তবে গেট বন্ধ থাকার বিষয়টি তারা অস্বীকার করেন।

ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রাম স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমির শার্ট গার্মেন্টেসে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কতজন আহত হয়েছে তার সঠিক হিসাব এখনো করা হয়নি তবে নিহতের কোনো ঘটনা নাই বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফারুক

১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বিএনপির লোকই ঢাকা-১৮ আসনে মনোনয়ন পাবেন, প্রত্যাশা কফিল উদ্দিনের

জাতীয় যুব শক্তির ৫ নেতার পদত্যাগ

বিএনপির সমাবেশে ছাত্রদল কর্মীর মৃত্যু

তবে কি বদলে যাচ্ছে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সময়?

পানিতে ডুবে আরও তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

ভৌতিক সিনেমা মনের চাপ কমায়

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে ঢাকার কড়া জবাব

জেলে বন্দিদের মদ পার্টি, নাচ-গানের ভিডিও ফাঁস

১০

বগুড়ার নতুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান

১১

স্ত্রী সাজলেন এএসআই স্বামী কনস্টেবল, অতঃপর যা ঘটল

১২

আরও ১৪ জেলায় নতুন ডিসি

১৩

তারেক রহমানকে নেওয়া হলো হাসপাতালে

১৪

রাতের আঁধারে স্কুলের মালামাল বিক্রি, ৩ পিকআপ আটক

১৫

তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে যেসব অঞ্চলে

১৬

ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার প্রস্তাব দিচ্ছে আয়ারল্যান্ড!

১৭

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে যে আইনে, জানালেন প্রসিকিউটর

১৮

প্রাথমিকের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

১৯

পদ্মার চরে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৬৭

২০
X