নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু ও নুর ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের সম্মেলনকক্ষে যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক ভাগ ভোটারের যে সই দেওয়া হয়েছে তাতে গরমিল পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের উপদেষ্টা মো. লতিফুর রহমান, মিজানুর রহমান (জাকের পাটি) ও মো. মাহবুবুর রহমানসহ (ইসলামি ঐক্যজোট) সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংক বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন