মাদারীপুর শিবচর উপজেলায় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকে থাকা মালামাল সড়কে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা চৌরাস্তা এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ভাঙ্গা থেকে ঢাকাগামী লেনে সকালে একটি বিকল পণ্যবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় দুটি ট্রাকটি ছিটকে সড়কের ওপর উল্টে পড়ে। তবে কোনো ট্রাকেরই কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই চালক, হেলপার গা ঢাকা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে যানবাহন চলাচলে স্বাভাবিক করে।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন