যশোরে অস্ত্র, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে মনিরামপুর উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রুপন কুমার সরকার।
গ্রেপ্তারকৃতরা হলো- অভয়নগর উপজেলার ডহরমষিহাটি গ্রামের অমিতাভ বিশ্বাস (২৩), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের জাহিদ হাসান (৩৬), মহিষদিয়া গ্রামের প্রতাপ মন্ডল (২১) ও প্রান্ত ধর (১৯)।
এ সময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি ওয়ান শুটারগান, একটি হাতবোমা ও প্রায় দুই কেজি বিস্ফোরকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে। মনিরামপুর থানায় এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন