সাতক্ষীরার কলারোয়া পৌর শহরের সাকিব মেমোরিয়াল ক্লিনিকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্লিনিকে আগুন লাগে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওই ক্লিনিকের এক নার্স জানান, আগুনে ক্লিনিকের অপারেশন থিয়েটারসহ সকল সরঞ্জাম পুড়ে গেছে। ক্লিনিকের সবগুলো এসিও পুড়ে গেছে। ক্লিনিকে ভর্তি থাকা ৫ রোগীর সবাই অক্ষত রয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ক্লিনিকটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ওবায়দুল্লা জানান, ক্লিনিক ভবনের পাশের কেরোসিন তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা। সেখান থেকে আসা আগুন ক্লিনিক ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কলারোয়া থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, শহিদুল এন্টারপ্রাইজের তেলের ড্রাম থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা ঘটে থাকতে পারে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ক্লিনিকে রোগীসহ অবস্থানকারী সবাই বেরিয়ে যেতে সক্ষম হয়। সে জন্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন