চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ১ হাজার ৬০০ টন সারবোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনায় একজন নিখোঁজ আছেন। এখনো সন্ধান মেলেনি নিরাপত্তা কর্মী আজিজুর রহমানের (৪২)। এর আগে রোববার (১০ ডিসেম্বর) রাতে কর্ণফুলী শিপিং ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় ১২ জনকে উদ্ধার করেছে স্থানীয়রা।
চট্টগ্রাম নৌ পুলিশের সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ আজিজুর রহমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মতিউর রহমানের ছেলে।
চট্টগ্রাম নৌ পুলিশের সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ কালবেলাকে বলেন, কর্ণফুলী শিপিং ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের ১২ নাবিক সাঁতরে বিভিন্ন নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক নিরাপত্তা কর্মীকে খুঁজে পাওয়া যায়নি। তার খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চলছে।
একরাম উল্লাহ আরও বলেন, ডুবে যাওয়া জাহাজটিতে প্রায় ১ হাজার ৬০০ টন এমওপি (মিউরেট অব পটাশ) সার ছিল। বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য লাইটারিং শেষে কর্ণফুলি নদীতে নোঙর করার সময় জাহাজটি ডুবে যায়। প্রাথমিকভাবে তলা ফুটো হয়ে পানি ঢুকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন