বগুড়া ব্যুরো ও কাহালু প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

হামলার ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ছবি : কালবেলা
হামলার ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ছবি : কালবেলা

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা এবং তার কর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে কাহালু উপজেলার তিনদিঘি এলাকায় পিলকুঞ্জ এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

আহতরা কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওই ঘটনায় থানায় মৌখিক অভিযোগ দেওয়া হলেও সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডা. জিয়াউল হকের কর্মীদের অভিযোগ, বিএনপির সাবেক এমপি মোশাররফ হোসেনের কর্মী ও স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়েছে।

জানা যায়, বগুড়া-৪ আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক দীর্ঘদিন নিজ দলে উপেক্ষিত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দেন। তিনি গত ২৯ নভেম্বর তার মনোনয়নপত্র দাখিল করেন। তারপর থেকেই তিনি তার কর্মীদের নিয়ে গ্রামে গ্রামে গণসংযোগ শুরু করেন।

ডা. জিয়াউল হকের সঙ্গে থাকা মাসুদ রানা নামে একজন জানান, সোমবার (১২ ডিসেম্বর) দুপুরের একটি মাইক্রোবাস নিয়ে তারা কাহালু উপজেলার কর্ণিপাড়ায় গণসংযোগ শুরু করেন। বিকেল পৌনে ৪টার দিকে তারা তিনদিঘি এলাকায় পিলকুঞ্জ পৌঁছার পর স্থানীয় বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসএস পাইপ, লাঠি এবং রামদা নিয়ে তাদের মাইক্রোবাসের গতিরোধ করেন। এরপর তারা মাইক্রোবাসের জানালার কাঁচ ভেঙে সাবেক সংসদ সদস্যকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তিনি এবং সাবেক ছাত্রদল নেতা মহিউদ্দিন মোহন ও মাইক্রোবাসের চালকসহ অন্তত চারজন আহত হন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

অন্যদিকে ভাঙা কাঁচের টুকরায় ডা. জিয়াউল হকের চোখের নিচের অংশ কেটে যায়। চিকিৎসার জন্য তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিয়েছি।’

ডা. জিয়াউল হক মোল্লা জানান, বিএনপি নেতা মোশারফের উচ্ছৃঙ্খল কিছু লোকজন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এদিকে রাখাল মাসুদ ও সাবেক ছাত্রদল নেতা মোহন ফেসবুক লাইভে এসে হামলার বর্ণনা দেন। তারা ফেসবুক লাইভে হামলাকারী হিসেবে বেশ কয়েকজন বিএনপির নেতার নাম উল্লেখ করেছে।

এ ব্যাপারে সাবেক এমপি মোশারফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, ওই ঘটনায় কেউ মামলা করেনি। তবে মৌখিক অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X