সিলেটে চোরাই পথে আসা প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেটের মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ভগতিপুর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্টে চেকপোস্ট বসায়। বেলা আড়াইটার দিকে বেপরোয়া গতিতে একটি ট্রাক শাহপরাণ সেতু অতিক্রম করে শ্রীরামপুর পয়েন্টের দিকে যেতে থাকলে পুলিশ সেটি থামানোর জন্য সিগন্যাল দিলেও চালক তা অমান্য করে পালিয়ে যাচ্ছিল। পরে পুলিশ ধাওয়া করে ভগতিপুর আবাসিক এলাকায় ট্রাকটি ধরে ফেলে। এ সময় গাড়ির চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরে ট্রাকটি তল্লাশি করে ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫৮৮ পিস ভারতীয় শাড়ি এবং ১৫ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৩৮২ পিস চাদর জব্দ করে পুলিশ।
অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বলেন, এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। তবে গাড়ির মালিককে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন