ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টাকালে দেড় বছরের এক শিশুসহ ১০ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের কাওটাইল ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, সঞ্জয় চক্রবর্তীর ছোট ভাই দেবা তাদের নিজেদের চার তলা বিল্ডিংয়ের নিচে গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে বিস্ফোরণে হত্যাচেষ্টাকারী দেবাসহ ১০ জন অগ্নিদগ্ধ ও দেয়াল চাপা পড়ে আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে নেশার টাকার জন্যই এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুর মোহাম্মদ পলাশ।
বিস্ফোরণের ঘটনায় আশপাশের সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং চার তলা বিল্ডিংটি একদিকে হেলে গেছে।
আহতরা হলেন, বাড়ির মালিক উমা রানী (৬৫), তার মেয়ে বিনা রানী (৪০) নাতি পিনাক চক্রবর্তী (১৪), ছোট ছেলে দেবা চক্রবর্তী (২৬), পার্শ্ববর্তী বাড়ির তারা রানী (২২), তাপশ (৩০) , রাখি রানী (২৩), লিপি (২৭), পথচারী স্বপন রাজ বংশী (৬০) এবং দেড় বছরের শিশু নিঝুম।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশ কর্মকর্তারা।
বিস্ফোরণের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর জানান, প্রাথমিক তদন্তে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টার বিষয়টির সত্যতা মিলেছে। তদন্তকাজ চলছে। মামলা করার প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন