দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নোয়াখালী জেলা শহরে সকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মাইজদী বাজার থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে।
পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ছাত্রদলের জেলা সভাপতি আজগর উদ্দিন দুখু। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা শহরে হরতালের সময় দূর পাল্লার বাস চললেও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ছিল। রাস্তায় সিএনজির সংখ্যাও কম ছিল। মিছিলটি কেন্দ্র করে শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন