কুড়িগ্রামের উলিপুরে নাশকতার মামলায় হযরত আলী বিপ্লব ওয়াসী (৩৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার মিনাবাজার (রুপার খামার) নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর থানার নাশকতার একটি মামলায় ওয়াসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, গ্রেপ্তার হযরত আলী বিপ্লব ওয়াসী উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য এবং তিনি উপজেলার কৃষকদলের রাজনীতির সঙ্গে জড়িত।
গ্রেপ্তার হযরত আলী বিপ্লব ওয়াসীর স্ত্রী মৌরিন সরকার বলেন, রাত ১০টার দিকে বাড়ির পাশ থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যায় পুলিশ। কিন্তু কী অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আমরা পরিবারের লোকজন দুশ্চিন্তায় আছি। আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তিনি বিএনপির রাজনীতির সমর্থক হলেও রাজনীতিতে সক্রিয় নন বলে তিনি দাবি করেন।
মন্তব্য করুন