এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক লাবিদ হাসান ও বুড়িমারী ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন সৌরভ।
বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় পার্টির পাটগ্রাম উপজেলার আবদুস সোবহান সুজন ও সদস্য সচিব আনোয়ার ইসলামের কাছে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগের কারণ হিসেবে তারা জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যার কারণে এই পদের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় স্বজ্ঞানে বিনা প্ররোচনায় পদত্যাগ করছি।
কী কারণে এই পদত্যাগ? জানতে চাইলে তারা বলেন, এরশাদ সাহেব মারা যাওয়ার পর দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তৃণমূল কর্মীদের মতামতকে গ্রাহ্যই করা হচ্ছে না। নিবেদিত প্রাণ অনেক কর্মী আছেন। তাদের মূল্যায়ন করার বদলে অবমূল্যায়ন করা হচ্ছে। জাতীয় পার্টি জোটের নাকি বিরোধী দল স্পষ্ট করে বুঝতে পারছি না। এসব কারণে আমরা দল ছেড়েছি।
মন্তব্য করুন