মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা ও সাহারবাটি বাজারে পৃথক অভিযান চালিয়ে বেকারি, ফার্মেসি ও মিষ্টি ব্যবসায়ীকে ১২ হাজার জরিমানা করেছে ভোক্তা অধিকার। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, চৌগাছা বাজারের মেসার্স স্বপছোঁয়া বেকারি অস্বাস্থ্যকর প্রক্রিয়ার খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ জিনিস ব্যবহার ও মেয়াদ, মূল্য, ওজন, মোড়কীকরণবিধি অমান্য করায় প্রতিষ্ঠানের মালিক নাহারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উপজেলার সাহারবাটি বাজারে মেসার্স জেরিন ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জয়নাল আবেদিনকে একই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স আরাফাত মিষ্টান্ন ভান্ডারের মালিক রাজুকে ৩৭ ও ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মশিউর রহমান।
মন্তব্য করুন