কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প-১৭ এর সি/৭৮ ব্লকের বাজারের রাস্তার ওপর দুর্বৃত্তরা গুলি করে এক রোহিঙ্গাকে হত্যা করেছে। নিহত রোহিঙ্গা আব্দুল্লাহ (২৩) উখিয়া ক্যাম্প-১৭ এর সি/৭৮ ব্লকের মৃত মোহাম্মদ আমিনের ছেলে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসাইন জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৫-৬ জন রোহিঙ্গা সন্ত্রাসী ভোর রাতে আব্দুল্লাহকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সি/৭৮ ব্লকের বাজারের রাস্তার ওপর গুলি করে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা শিবির এখন সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত অপরাধের ঘটনা বাড়ছে। সন্ত্রাসীরা ধরা পড়লে আইনের ফাঁকে বের হয়ে যায়। যার ফলে তাদের রোধ করা সম্ভব হচ্ছে না।
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন স্থানীয় রোহিঙ্গারা। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন