নাশকতা মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও উপজেলার বাগজানা ইউনিয়ন ছাত্রদলের সমর্থক আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় দায়েরকৃত নাশকতার মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন আব্দুল হান্নান চৌধুরী। এর আগে ওই মামলায় আরও বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
বিএনপি নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ওসি মো. ফয়সাল বিন আহসান বলেন, গত ২৮ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় দায়ের করা নাশকতার মামলায় এজাহারনামীয় আসামি আব্দুল হান্নান চৌধুরীকে সন্ধ্যার দিকে নিজ বাড়ি উপজেলার হরেন্দা গ্রাম থেকে ও বাগজানা ইউনিয়ন ছাত্রদলের সমর্থক ভীমপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন