নির্বাচন বর্জন ও রোববারের অবরোধ সফল করতে সিলেটে লিফলেট বিতরণকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর বন্দরবাজার জামে মসজিদ এলাকায় লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়। এ সময় দলের নেতাকর্মীরা এমদাদ হোসেনকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।
আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, বিএনপির দাবি- শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে এমদাদ ও মুমিনসহ ৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মন্তব্য করুন