গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গজারিয়ায় আ.লীগের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ

গজারিয়ায় আ.লীগের দলীয় কার্যালয় ভাঙচুর। ছবি : কালবেলা
গজারিয়ায় আ.লীগের দলীয় কার্যালয় ভাঙচুর। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভরের চর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকদের হামলার এবং দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।

মারধরের শিকার তিনজন হলো, আওয়ামী লীগ কর্মী এসএম কিবরিয়া (২৪), সজিব (২৩) এবং মাইকম্যান সাগর (১৮)।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভবেরচর বাজারের মাছপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসটি আনুমানিক ২০ বছর আগে প্রতিষ্ঠিত।

ঘটনার প্রত্যক্ষদর্শী এসএম কিবরিয়া বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী জনসংযোগে ব্যস্ত। কার্যালয়ে তখন আমরা মাত্র তিনজন ছিলাম। মাইকম্যান সাগর সাউন্ড বক্সে নৌকার প্রচার চালাচ্ছিল। এমন সময় হঠাৎ করে গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখির ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক মিলন সরকার কার্যালয়ের ভেতরে ঢুকে আমাদের গালমন্দ ও মারধর শুরু করে। এরপর আরও কয়েকজন আসে তাদের মধ্যে একজন পিস্তল ঠেকিয়ে আমাকে গুলি করে হত্যা করার হুমকি দেয়। এদের মধ্যে কিছু লোক কার্যালয়ের আসবাবপত্র, মাইক ও সাউন্ডবক্স ভাঙচুর করে জাতির জনক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পরে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবসহ আরও কিছু নেতাকর্মী কার্যালয়ের ভেতরে ঢোকেন। এ সময় তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এবং আমাদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। হামলার তথ্য পেয়ে চারদিক থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছুটে আসলে তারা চলে যায়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

বিষয়টি সম্পর্কে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক ও ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ততক্ষণে হামলাকারীরা চলে গেছে। এটি যেহেতু বাজার, চারপাশের বিভিন্ন দোকানে সিসিটিভি ক্যামেরা রয়েছে ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা যাবে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।

বিষয়টি সম্পর্কে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, তপশিল ঘোষণার পর থেকে আমাদের দলের ভেতরের একটি অপশক্তি নির্বাচন বিতর্কিত করার নানা অপচেষ্টা চালাচ্ছে। আজকে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনার মাধ্যমে তারা এটাই প্রমাণ করেছে যে তারা শান্তিপূর্ণ নির্বাচন চায় না। আমি এ ঘটনার নিন্দা জানাই।

বিষয়টি সম্পর্কে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন সরকার জানান, এটা উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস। এটা কোনো নির্বাচনী ক্যাম্প নয়। শনিবার ছত্রলীগের নেতাকর্মীরা বসে আড্ডা দিচ্ছিল। এ সময় শতন্ত্র প্রার্থী ফায়সাল বিপ্লবসহ তার কিছু অস্ত্রধারী লোকদের নিয়ে তার প্রতীকের মিছিল নিয়ে যাওয়ার পথে পার্টি অফিসে ঢুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ হাসিনার ছবিসহ অফিসের কিছু আসবাবপত্র ভাঙচুর করে। গত ২০ বছর যাবত এই পার্টি অফিসটি এখানে প্রতিষ্ঠিত।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে নৌকা প্রতীকের লোকজন যে অভিযোগ করছেন সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই কার্যালয়টি আমাদের হাতেই তৈরি। কার্যালয়টি ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। নৌকা প্রতীকের প্রার্থী ও তার সমর্থকরা নিজেরাই কিছু ঘটনা ঘটিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠিয়ে নির্বাচনী মাঠ থেকে তাকে সরিয়ে রাখতে চাচ্ছেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান জানান, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহুল গান্ধীকে চুমু যুবকের, অতঃপর...

৩৮ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান স্পিনার

জুলাই যোদ্ধা ফারুকের গাল থেকে গুলি অপসারণ

ক্যানসারের চতুর্থ পর্যায়ে অভিনেত্রী তন্নিষ্ঠা

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

রাবিতে নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই

মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, অথচ কুকুরদের খাওয়ালেই যত দোষ: শ্রীলেখা

টানা ৬ ঘণ্টা ধরে জবি ভিসি ট্রেজারার প্রক্টরসহ কর্মকর্তারা অবরুদ্ধ 

১০

৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

১১

সাতক্ষীরায় প্রথমবারের মতো মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

১২

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিএনপির প্রতি আহ্বান

১৩

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু ভেঙে দিল বিদ্রোহীরা

১৪

রিল বানাতে গিয়ে স্রোতে ভেসে গেলেন ইউটিউবার

১৫

দেশজুড়ে টানা বৃষ্টি আর কদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

১৬

নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা

১৭

ফ্যামিলি মেডিসিনের পথপ্রদর্শক প্রাভা হেলথের ৮ বছর পূর্তি উদযাপন

১৮

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

১৯

কেজিএফ নয়, আয়ের রেকর্ড তৈরি করেছিল অন্য এক সিনেমা

২০
X