কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে অন্যদের হুমকি দিয়েছেন বলে মোস্তফা কামাল মামুন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার এ হুমকির ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত থেকে ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলার নবাবপুর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিসে ভোট চেয়ে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন। এ সময় তিনি এ হুমকি দেন।
ভাইরাল ওই ভিডিওতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামাল মামুনকে বলতে শোনা যায়, সাবধান হয়ে যান, নৌকায় আসেন না হলে এলাকা ছাড়েন। কারণ এলাকার কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ এক হয়ে গেছে।’
মোস্তফা কামাল মামুন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি চান্দিনা উপজেলার নাটেংগী এলাকার বাসিন্দা। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী তিনি।
এ বিষয়ে জানতে মোস্তফা কামাল মামুনের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মো. সোয়াইব সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন