শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুর-২ আসনে নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা, অফিস ভাঙচুর

নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বেপারি (৩০), সিদ্দিকুর রহমান (৩৫) ও হৃদয় মীর (৩০)। তারা প্রত্যেকেই নৌকা প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নৌকা প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীমের নির্বাচনী কার্যালয়ে বসে নির্বাচনী আলোচনা করছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বেপারিসহ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা ও কর্মী। এ সময় স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী তার সমর্থকদের নিয়ে ওই পথ দিয়ে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায় ও অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে। হামলায় আসাদুজ্জামান বিপ্লবসহ তিনজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার বিষয়ে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল সরদার কালবেলাকে বলেন, আমরা অফিসে বসে নৌকা মার্কার প্রচারণার বিষয়ে আলোচনা করছিলাম। এসময় স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর অনুসারী হারুন খলিফা, আশিক, সাহিন, রবিন আল আমিন, সুজনসহ বেশ কয়েকজন আমাদের অফিসে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

হামলার অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, আমি নির্বাচনী প্রচারে অংশ নিতে আমার সমর্থকদের নিয়ে ওই এলাকা দিয়ে আসছিলাম। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবসহ ৩০ থেকে ৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে। এ সময় তারা আমার সমর্থক হারুন খলিফাকে মারধর করে। পরে আমার লোকজনসহ এলাকাবাসী বিপ্লবকে ধাওয়া করেছে। তবে কোনো ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে আমার মনে হচ্ছে এটা তাদের সাজানো নাটক।

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব কালবেলাকে বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। এ ঘটনায় তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়ে শুনিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১০

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১১

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১২

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৩

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

১৪

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১৫

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১৬

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১৭

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১৮

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১৯

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

২০
X