নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী, কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফী বিন মুর্তজা বলেছেন, দেশের ধারাবাহিক উন্নয়ন ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বাঁচবে ও দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে লোহাগড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে দোয়া চেয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ জানুয়ারি সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান মাশরাফী।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মাশরাফী বলেন, আপনারা আমাকে যখনই ডেকেছেন আমি তখনই আপনাদের কাছে ছুটে এসেছি, ভবিষ্যতে আবারও যখন ডাকবেন আমি আপনাদের মাঝে চলে আসব।
তিনি বলেন, আমি এমপি হতে পারি আর না পারি আপনাদের পাশে সব সময় থাকব। যেসব কাজ অসমাপ্ত রয়েছে আমি সেগুলো করে দেব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি এ জনপদের সন্তান, আমাকে সবাই নিজের সন্তানের মতো ভালোবাসে, আমিও আমার সর্বোচ্চটুকু দিয়ে আমার এলাকার মানুষকে ভালোবাসি। এ ভালোবাসা নিয়েই যেন সারাজীবন নড়াইলের মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি। করোনাকালীন সময়ে যখন মানুষ ভয়ে ঘর থেকে বের হয়নি, তখন আমি আমার এলাকার মানুষের বাড়ি বাড়ি যেয়ে তাদের খোঁজ নিয়েছি। চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। ওষুধ পৌঁছে দিয়েছি। যতটুকু সম্ভব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। আমি কারও ব্যক্তিগত মাশরাফী নই, আমি নড়াইলবাসীর সকলের মাশরাফি। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিকদার আঃ হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম কচি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের অন্যতম সদস্য শেখ সদর উদ্দিন শামিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল হাসান রাসেদ, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ রুবেলসহ প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে লোহাগড়া বাজারে ব্যবসায়ীদের মাঝে লিপলেট বিতরণসহ সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বিকেল সাড়ে ৩টার দিকে মাশরাফী উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর, চরপরানপুর, চরসুচাইল, উত্তর পাংখারচর ও লোহাগড়া ইউনিয়নের ছাগলছিড়া, জয়পুর ইউনিয়নের আমডাঙ্গাসহ তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার ও পথসভায় বক্তব্য রাখেন।
মন্তব্য করুন