সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে নৌকা-ঈগলের সংঘর্ষ, আহত ১০

জামালপুরে সরিষাবাড়ীতে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের নির্বাচনী অফিস ভাঙচুর। ছবি : কালবেলা
জামালপুরে সরিষাবাড়ীতে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের নির্বাচনী অফিস ভাঙচুর। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থকদের সঙ্গে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুরাদ হাসানের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের পক্ষে কিছু শিশু মিছিল বের করে। এ দেখে নৌকার সমর্থক আব্দুল মান্নান শিশুদের ধমক দেয় এবং দুজনকে চড় মেরে নৌকার পক্ষে মিছিল করতে বলে।

পরে মিছিলরত শিশুরা ভয় পেয়ে ঈগলের ক্যাম্পে চলে আসে এবং মুরাদ হাসানের কর্মী ও সমর্থকদের বিষয়টি জানায়। পরে তারা এ নিয়ে প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে উঠে নৌকার সমর্থকরা।

এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা কিছু বুঝা ওঠার আগেই দেশীয় অস্ত্র নিয়ে মুরাদের কর্মী-সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে নির্বাচনী অফিসসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে আহত হয় মুরাদ হাসানের ১০ নেতাকর্মী।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা চিকিৎসাধীন। আহতরা হলেন- ফারুক হোসেন, রুকুন মিয়া, কপিল সরকার, রুবেল মিয়া, হামজা ও ফরহাদ হোসেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলে হাসপাতাল সূত্রে জানায়।

এদিকে মুরাদ হাসানের প্রধান নির্বাচনী প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল জানান, নৌকার সমর্থকরা আমাদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করে, অফিস ভাঙচুর করে। আমাদের নেতাকর্মীদের অতর্কিত হামলা করে মারধর করে আহত করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনিকভাবে এর কঠোর ব্যবস্থা নেওয়ার আশা রাখছি।

এ বিষয়ে নৌকার মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কলটি রিসিভ করেননি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উভয় পক্ষের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার 

জনগণই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে : ড. জালাল

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন

স্বস্তিকার আক্ষেপ

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১০

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

১১

আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গড়ব : ফয়জুল করীম

১২

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

১৩

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

১৪

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

১৫

ভোলায় সড়কে ঝরল ৪ প্রাণ

১৬

একসঙ্গে দিশা-তালবিন্দর

১৭

সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

১৮

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত : মাহদী আমিন

১৯

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

২০
X