রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন তিনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি মঞ্চে অবস্থান করছেন। বেলা ১১টা ৫২ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে এসে পৌঁছান।
তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ মাঠে এ সভা হচ্ছে। এতে সকাল থেকে মানুষের ঢল নামে।
এ আসনে (রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ) দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করছেন আহসানুল হক চৌধুরী ডিউক এবং স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু।
দলীয় সূত্রে জানা গেছে, প্র্রধানমন্ত্রী দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী জনসভাকে ঘিরে প্রশাসনিকভাবে রয়েছে ব্যাপক তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা শাখা ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নজরদারি বৃদ্ধি করেছেন।
জানা গেছে, তারাগঞ্জের নির্বাচনী জনসভা শেষে তিনি রংপুরের পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি যাবেন। সেখানে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
মন্তব্য করুন