দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের দুজন আহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির গয়েশপুর গ্রামে আসলাম মেম্বারের দরবার শরিফের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গয়েশপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আসলাম হোসেনের ছেলে নৌকা প্রতীকের কর্মী বাবুল হোসেন (৬০) ও ট্রাক প্রতীকের যাদবপুর ইউনিয়ন সম্বন্ময়কারী মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আবু তালেবের ছেলে মীর সাহেব আলী (৫৫) আহত হন। এ ঘটনায় দুপক্ষই থানায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১০টার দিকে আসলাম মেম্বারের দরবার শরিফের অনুষ্ঠানে অতিথি হিসাবে প্রথমে নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী উপস্থিত হন। তিনি চলে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল উপস্থিত হলে তার কর্মী সমর্থকরা স্লোগান দেন। পরে দরবার শরিফে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ ধাক্কাধাক্কি ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নৌকা প্রতীকের কর্মী ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীকের ইউনিয়ন স্বমন্বয়কারী আহত হন।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এতে দুপক্ষের দুইজন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে পাল্টাপাল্টি দুটি অভিযোগ দায়ের হয়েছে।
মন্তব্য করুন