আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনে প্রচারে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতায় থাকা কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের কর্মী-সমর্থকের মাঝে গত কয়েকদিন ধরে প্রচারে স্নায়ুযুদ্ধ চলছিল। এর ধারাবাহিকতায় কল্যাণ পার্টির প্রার্থীর অফিসের পাশে জনসভার ডাক দেয় স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় উত্তেজনা কমাতে জাফর আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
অভিযোগে উল্লেখ করা হয়, পেকুয়ার বদরখালী বাজার এলাকায় হাতঘড়ি প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। তার কার্যালয়ের মাত্র ১০০ গজের মধ্যে ২৯ ডিসেম্বর জনসভার ডাকা দেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জাফর আলমের জনসভা বন্ধ রাখা জরুরি। অন্যথায় পুরো উপজেলায় সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইবরাহিম বলেন, পেকুয়ার বদরখালী বাজারস্থ সোনালী ব্যাংক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিস উদ্বোধন করেছি। এরপর থেকে ট্রাক প্রতীকের সমর্থকরা বিভিন্ন উসকানি দিয়ে আসছে। এরই মধ্যে আমার অফিসের মাত্র ১০০ গজ দুরত্বের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জাফর আলম জনসভার ঘোষণা দিলে চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। জাফর আলমের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি চাই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, একটা অভিযোগ অফিসে দেওয়া হয়েছে বলে জেনেছি। কিন্তু নির্বাচনী একটি মিটিংয়ে থাকায় সেখানে কী লেখা হয়েছে দেখতে পারিনি। অফিসে গেলে বিস্তারিত জানাতে পারব।
মন্তব্য করুন