জামালপুরের মাদারগঞ্জে এক রাতে তিন খামারির ৮টি গরু চুরি হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে এ চুরি হয়। ৮টি গরুর বাজারমূল্য আনুমানিক ১১-১২ লাখ টাকা।
জানা গেছে, শহরের থানা মোড় থেকে কয়েক শ গজ দূরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের ক্ষুদ্র খামারে ৪টি ফ্রিজিয়ান জাতের গরু ছিল। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে খামার থেকে গরু বাইরে বের করতে এসে তিনি দেখেন তার গরু চুরি হয়ে গেছে।
খামারি জাহাঙ্গীর জানান, তিনি শখ করে দুই বছর ধরে গরু লালন-পালন করছেন। পছন্দের গরু হওয়ায় হতাশ তিনি। চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।
একই ঘটনা শহরের বালিজুড়ি ঘোষপাড়া নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন অনন্ত ঘোষের খামারে। তার খামারের বিদেশি জাতের দুটি গরু একই রাতে চুরি হয়। এ ছাড়া বালিজুড়ি ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া পলাশের খামারেও চুরি হয়। তার খামারের বাছুরসহ একটি গাভি চুরি হয়। বিষয়টি ভোরে তিনি টের পান।
এক রাতে আটটি গরু চুরি হওয়ার খবরে আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছেন উপজেলার বিভিন্ন অঞ্চলের খামারিরা। থানার গেট সংলগ্ন এলাকার ক্ষুদ্র খামারি জাহিদুল ইসলাম সন্দেশ বলেন, এভাবে গরু চুরি হতে থাকলে চুরির ভয়ে কেউ আর গরু পালবে না। দ্রুত চুরি রোধ করতে পুলিশ-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি খুব দুঃখজনক। চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, শীত এলেই গরু চোরের উপদ্রব বেড়ে যায়। তাই খামারিদের তাদের খামারে নিরাপত্তা বাড়ানো এবং সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন