দেশের অন্যতম প্রধান খাদ্যপণ্য আলুর দাম এখন একরকম নাগালের বাইরে। দিনাজপুরের খানসামায় চাল, ডাল ও তেলের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও হু হু করে বাড়ছে আলুর দাম। খুচরা বাজারে এর প্রভাব বেশি। এক সপ্তাহের ব্যবধানে আলুর কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। অবস্থা এমন যে, এখন চালের চেয়ে আলু কিনতে গুনতে হচ্ছে বেশি টাকা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) খানসামা বাজার ঘুরে দেখা যায়, ‘এক সপ্তাহের ব্যবধানে আলুসহ সবজির দাম বেড়েছে। খুচরা বাজারে প্রকারভেদে আলুর কেজি ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। দেশে আলু হয় নানা জাতের। তবে বছরের এ সময়ে সব আলুর দাম কম থাকার কথা। এবার এ কৃষিপণ্যটির দাম বেড়েছে চক্রবৃদ্ধি হারে।’
খানসামা বাজারের খুচরা সবজি বিক্রেতা শাহিনুর আলম বলেন, ‘কিছুদিন আগে নতুন আলু বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা কেজি দরে। সেখানে আজ প্রতি কেজিতে দাম বেড়েছে ১০-১৫ টাকা। গৃহস্থ পর্যায়ে আলুর বীজ সংরক্ষণ ও সবজির দাম বাড়ার কারণে আলুর ওপর চাপ বেড়েছে।’
পাকেরহাট বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, ‘এখন গ্রাম পর্যায়ে আলু চাষি ও গৃহস্থরা হিমাগার থেকে আলুর বীজ উত্তোলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া, মোট উৎপাদিত আলুর তিন ভাগের দুই ভাগ আলু বীজ হিসেবে ব্যবহার হওয়ায় খুচরা বাজারে এর চাপ পড়েছে।’
এক সপ্তাহের ব্যবধানে এমন মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। কিনতে হচ্ছে চড়া দামে। খানসামা বাজারে কথা হয় রফিকুলের সঙ্গে। তিনি বলেন, ‘নতুন আলু কিনেছি ৭০ টাকায়। ওই আলু এক সপ্তাহ আগে প্রতি কেজি কিনেছে ৫৫ টাকা কেজি দরে। আমাদের মতো খেটে খাওয়া মানুষের সমস্যায় পড়তে হয়। বাড়তি দাম দিয়ে আলু কেনায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আর বাজারের খুচরা দোকানিরা এ সুযোগে বাড়তি দাম হাতিয়ে নিচ্ছে।’
বাজার করতে আসা নূর হোসেন জানান, ‘এক কেজি আলুর দাম ৬০-৭০ টাকা। অপরদিকে, প্রকার ভেদে কেজি প্রতি চালের দাম ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। অথচ চালের চেয়ে আলুর দামই বেশি।’
মন্তব্য করুন