রাজশাহীর দুর্গাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার অফিসে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌরসভার শ্রীপুরে ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার অফিসের পোস্টারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় অফিসের দায়িত্বে থাকা স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল রহমানের সমর্থক পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাসারকে পাঁচ হাজার টাকা এবং জয়নগরে ইউনিয়নের গগনবাড়িয়ায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী প্রচার অফিসে বিদ্যুতের সাহায্যে আলোকসজ্জা করার অপরাধে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র কালবেলাকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালায় আলোকসজ্জা ও মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা না থাকার অপরাধে উভয় নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে দুর্গাপুর থানা-পুলিশের একটি দল।
মন্তব্য করুন