বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
মুকুট রঞ্জন দাস, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সরিষার বাম্পার ফলনের আশায় কিশোরগঞ্জের চাষিরা

হলুদের চাদরে ঢেকে গেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রতিটি গ্রামের মাঠ। ছবি : কালবেলা
হলুদের চাদরে ঢেকে গেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রতিটি গ্রামের মাঠ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রতিটি গ্রামের মাঠগুলো হলুদের চাদরে ঢেকে গেছে। যত দূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ চোখে পড়ে। চারদিকে হলুদের সমারোহ। দূর থেকে মনে হবে পুরো এলাকাজুড়ে হলুদ গালিচা বিছানো। কুয়াশার জলরাশি ভেদ করে সবুজ মাঠের দেশে এখন হলুদের সমারোহ। কুয়াশা ভেজা মাঠে হিমেল হাওয়ায় হলুদ ফুলগুলো দোল খেলছে। কাছে যেতেই দেখা মেলে সরিষার ফুল ফুটেছে। অনেকে এই সরিষা ফুলের সৌন্দর্য ধরে রাখতে ক্যামেরাবন্দি করছে।

শীত যতটা বাড়বে ততই সরিষার ফলন বাড়বে তাড়াইলে। আর চাষিরা স্বপ্ন নিয়ে বুক বেঁধে আছে ভালো ফলন পাওয়ার আশায়। চলতি রবি মৌসুমে তাড়াইল উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন আশা করছেন সরিষা চাষিরা। উপজেলায় এবার প্রায় সব মাঠে সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। আর অল্প কিছুদিনের মধ্যেই কৃষকের ঘরে উঠবে সরিষা।

উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে মাঠের পর মাঠ ব্যাপক হারে সরিষার আবাদ করেছেন চাষিরা। আবাদের মাত্র ৭৫ দিনেই এই ফসল ঘরে তোলা যায়। তেমন সেচ দিতে হয় না। বীজ বপনের সময় মাটির নিচে সামান্য পরিমাণ রাসায়নিক সার দেওয়ার পরেই ভালো ফলন পেয়ে থাকেন চাষিরা। এক বিঘা জমি চাষ করতে ৫ থেকে ৬ হাজার টাকার মতো খরচ হয়। সরিষা বিক্রির পর সব খরচ বাদে ৮ থেকে ১০ হাজার টাকা লাভ হয়।

উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের চাষি কাঞ্চন মিয়া জানান, সরিষা তেলের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে বাজারে সরিষার দাম এখন বেশ ভালো। বাজার পরিস্থিতি এমন থাকলে এবারও ভালো আয় হবে সরিষা বিক্রিতে।

উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাচাইল গ্রামের সরিষা চাষি আবদুল হাই জানান, তিনি সাড়ে ৩ বিঘা জমিতে দেশি জাতের সরিষা রোপণ করেছেন। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের পরামর্শক্রমে এ ফসলের ভালো ফলন আশা করছেন তিনি।

তাড়াইল উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, কম খরচ, কম পরিশ্রম আর অল্প সময়ে সরিষা চাষ করা যায় বলে এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। প্রতি বিঘা জমি থেকে চলতি মৌসুমে গড় ৫ থেকে ৬ মণ হারে সরিষার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও সরিষা চাষ করলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর সরিষা তোলার পর বোরো ধান রোপণ করা সম্ভব, যার কারণে প্রতি বছরই সরিষার চাষ বৃদ্ধি পাচ্ছে। সূত্র জানায় উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে সরিষার। ভোজ্যতেল হিসেবে সরিষার তেলের চাহিদা বৃদ্ধির পাশাপাশি দাম বেশি হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে কম খরচ, কম শ্রম এবং দ্রুত ফলন পাওয়া যায়। যে কারণে চাষিরা আবাদে লাভ বেশি পায়। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে উপজেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সরিষার দামও ভালো পাওয়ার আশা করছেন এ উপজেলার চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা জানান, চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নে ১ হাজার ৪৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষা আবাদ হয়েছে ১ হাজার ৪৮৫ হেক্টর জমিতে।

তিনি বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে ফলন খুবই ভালো হবে। ভোজ্যতেলের চাহিদা মেটাতে সরিষার আবাদ খুবই গুরুত্বপূর্ণ, তা ছাড়া কৃষি অফিস থেকে কৃষকদের সরকারিভাবে বীজ ও সার দিয়ে সহায়তা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১০

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১১

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১২

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৩

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৪

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৫

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৬

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৭

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৮

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৯

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

২০
X