সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত লোহাগড়ার ৩টি ইউনিয়ন কাশীপুর, নোয়াগ্রাম ও শালনগরের বিভিন্ন গ্রামে, বাজারে, মন্দিরসহ নদীভাঙন এলাকায় নির্বাচনী প্রচার চালান নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফী বিন মুর্তজা।
নির্বাচনী প্রচারে মাশরাফী বলেন, আমাকে আল্লাহতালা অনেক কিছুই দিয়েছেন। এমপি হওয়ার আগে থেকেই ঢাকায় আমার ৩টি বাড়ি, ৪টি দামি গাড়ি রয়েছে। নড়াইল শহরে বাবা-মায়ের বসবাসের জন্য ২০১৫ সালে একটি বিলাসবহুল বাড়িও করে দিয়েছি। আমি ইচ্ছা করলে বাবা-মা, বউ ছেলে-মেয়ে নিয়ে আরামে জীবনযাপন করতে পারতাম। এই শীতের মধ্যে পরিবার নিয়ে আত্মীয়স্বজনের বাসায় যেয়ে শীতের পিঠাসহ ভালো ভালো খাবার খেতে পারতাম। সেটি না করে আমি অসুস্থ অবস্থায় আপনাদের সন্তানদের, আগামী প্রজন্মের শিশুদের কথা চিন্তা করে এই শীতের মধ্যে এ প্রান্ত থেকে অন্য প্রান্তে, গ্রাম থেকে গ্রামে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার করতে যেয়ে ধুলো খেয়ে বেড়াচ্ছি।
তিনি আরও বলেন, আমি কষ্ট করেছি। শুক্রবার ছাড়া আমি মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরেছি, অফিস থেকে অফিসে আমি দৌঁড়েছি বলেই আজকে বড় বড় প্রকল্প নড়াইলে আসছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নড়াইলের উন্নয়নের জন্য ২৫০ কোটি টাকার প্রকল্প দিয়েছে যেটির কাজ চলমান। নড়াইলে ইউনিভার্সিটি হচ্ছে, আইটি পার্ক হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে। আমি মাত্র বাহক, এসব উন্নয়ন সবই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন নড়াইলবাসীর জন্য। নড়াইল সদর হাসপাতাল ১০০ বেড থেকে ২৫০ বেডে রূপান্তরিত করে দিয়েছি। প্রধানমন্ত্রী নড়াইলবাসীর জন্য ১০টি আইসিইউ বেড করে দিচ্ছেন।
পথসভায় মাশরাফী আরও বলেন, আপনাদের ছেলে-মেয়েদের পড়ালেখা করতে বাইরে যেতে হতো। এখন নড়াইলেই ইউনিভার্সিটি, আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে। আপনাদের সন্তানরা নড়াইলে বসেই উচ্চশিক্ষা নিতে পারবে, ট্রেনিং নিতে পারবে। সন্তানরা বড় হয়ে তাদের পরিবারকে সাপোর্ট দিতে পারবে, নিজেরা ভালো থাকতে পারবে। তবে সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। ৭ জানুয়ারি আপনারা কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে মূল্যবান ভোটটি দেবেন।
পথসভায় উপস্থিত ছিলেন- নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আ. হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক রোম, লোহাগড়া যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম প্রমুখ।
মন্তব্য করুন