দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘনকুয়াশার কারণে মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা বাড়তে শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার চাঁদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে নৌ দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মাঝ নদীতে কুয়াশার চাদরে আটকে পরে ছোট-বড় চারটি ফেরি। ফেরিগুলো হলো, কেরামত, মাওলা, ঢাকা ও পরান।
এদিকে বেশ কিছু যানবাহন নদী পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় অবস্থান করছে। আটকে পাড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টরা শীতের মধ্যে দুভোগে পড়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আনিসুর রহমান কালবেলাকে জানান, ঘনকুয়াশায় ফেরির দিক-নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলিম দেইয়ানও একই তথ্য জানান।
মন্তব্য করুন