দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে মিছিলটি শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীর ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু করে উপজেলার বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। মিছিল শেষে বালিয়াকান্দি জিরো পয়েন্টে পথসভার আয়োজন করা হয়।
মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নায়েব আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন ও হারুন অর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মিয়া, অর্থ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইদ্রিস আলী ফকির, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস (আলম), উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পথসভায় নেতাকর্মীরা বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করেছেন দেশের সকল মানুষ সেই সুবিধা ভোগ করছেন। আজকের মিছিল ও পথসভায় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো.জিল্লুল হাকিমের বিজয় সুনিশ্চিত।
মন্তব্য করুন