দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর (ট্রাক মার্কা) সমর্থকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী প্রচারে সিংগাইরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের বাড়িতে বাড়িতে সাবান বিতরণের জন্য মজুত রেখেছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত প্রায় তিন কার্টন সাবান জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা করেন। সিংগাইর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর গোলাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ভোটাদের দেওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর (ট্রাক মার্কা) সমর্থক উত্তর গোলাইডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রফিকুলকে বলধারা ইউনিয়নের চেয়ারম্যান ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ খানের ছেলে আশরাফ প্রায় তিন কার্টন সাবান দেন। সেই সাবান রফিকুল তার বাড়িতে মজুত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে তল্লাশি চালায়। পরে ঘরের ভেতর থেকে মজুত রাখা সাবান উদ্ধার করা হয়। এ সময় রফিকুল বাড়িতে না থাকায় তার বাবা আব্দুল কুদ্দুস স্বীকার করেন এ সাবান স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ( ট্রাক মার্কা) নির্বাচনে ভোটারদের দেওয়ার জন্য পাঠিয়েছেন।
পরে ভ্রাম্যমাণ আদালত সাবানগুলো জব্দ করে এবং ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে আব্দুল কুদ্দুসকে ছেড়ে দেয়।
এদিকে জামিত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার নেতৃত্বে আচারবিধি লঙ্ঘন করে ট্রাক প্রতীকের সাবান বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়েছে। ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সিংগাইর উপজেলার জামিত্তা গ্রামের ফারুক ও আতোয়ার বলেন, জামিত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ট্রাক প্রতীকে ভোট চাওয়ার জন্য তাদের কাছে সাবান পাঠিয়েছে এবং সেই সাবান ভোটারদের দেওয়া হচ্ছে।
সিংগাইর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটাদের মাঝে সাবান বিতরণের জন্য মজুত করা প্রায় তিন কার্টুন সাবান উদ্ধার করে জব্দ করা হয়েছে। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন