ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালামপুর এলাকায় বিএনপির মিছিল বের হলে এসময় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির কয়েকজনকে আটক করা হলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের একটি গাড়িতে হামলা করে ভাঙচুর করে।
ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছুড়া হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন