চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের হাত কেটে ফেলার হুমকি দিলেন নৌকা প্রার্থী মোস্তাফিজ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা

কখনো দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বিব্রতকর মন্তব্য, কখনো বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত বক্তব্য কিংবা সাংবাদিক পেটানোর ঘটনায় হরহামেশায় আলোচনায় থাকেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি মোস্তাফিজুর রহমান। নিজ সংসদীয় এলাকায় এবার পুলিশের হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আলোচিত এ এমপি মোস্তাফিজের বিরুদ্ধে। খোদ বাশঁখালী থানার ওসি তোফায়েল আহমেদকে ফোন করে এমপি মোস্তাফিজ পুলিশের হাত কেটে ফেলার এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর থেকে চট্টগ্রামজুড়ে এমপি মোস্তাফিজকে নিয়ে ফের নানা আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি নির্বাচন নিরাপত্তা টহল দেওয়াকে কেন্দ্র করে পুলিশকে এ হুমকি দিয়েছেন তিনি। এরই মধ্যে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি অডিও কালবেলার হাতে এসেছে। এ অডিওর শুরুতে এমপি মোস্তাফিজুরকে বলতে শোনা যায়, ‘ছনুয়াতে হাবিব গেছিল? ছনুয়া?’ জবাবে ওসি তোফায়েল বলেন, ‘না না স্যার ও তো এখন নেই সকাল থেকে রাত ৯টা পর্যন্ত থেকে চলে এসেছে স্যার। এমপি বলেন ‘কি জন্যে গেছে?’ ওসি বলেন, ‘এখন নিয়মিত ডিউটি স্যার’। তখন মোস্তাফিজ বলেন, ‘আমার লোকজনের ওপর হাত দিলে আমি হাত কেটে ফেলব কিন্তু আমি বলে দিলাম।’ ওসি তখন বলেন, ‘ঠিক আছে স্যার। আমি এখনই বলে দিচ্ছি স্যার। আছে না-কি স্যার?’ মোস্তাফিজ তখন বলেন, ‘ওখানে আমাদের লোকজন ধরার জন্য হাফিজ না হাবিব গেছে। আমাদের আলমগীর একটা আছে তাকে খুঁজতেছে?’ ওসি তখন বলেন, ‘না না স্যার ওটা তো প্রশ্নই উঠে না। ও চলে আসছে স্যার অনেক আগে।’ এমপি মোস্তাফিজ তখন আবার বলেন, ‘এমনি ঘুরে ফিরে থাক (পুলিশ) অসুবিধা নাই কিন্তু আমার কোনো লোকজনের উপর হাত দিলে বহুত অসুবিধা হবে।’ ওসি তখন বলেন, ‘স্যার দিবে না, স্যার আপনি যেভাবে বলেন।’

একই রেকর্ডে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হকের দিকে খেয়াল রাখতে বলেন এমপি মোস্তাফিজ। মোস্তাফিজকে বলতে শোনা যায়, ‘চাম্বলের মুজিবের উপর যেন কোনো কিছু না হয় ওখানে যেন সে কাজ করতে পারে খেয়াল রাখিও।’

এ বিষয়ে বক্তব্য নিতে এমপি মোস্তাফিজুর রহমানের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও ফোন রিসিভ হয়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ (বিপিএম) বলেন, বৃহস্পতিবার রাতে এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। এটি আইনের বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে বিষয়টা এই মুহূর্তে কিছু বলতে পারছি না।

বাশঁখালী থানার ওসি তোফায়েল আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি- ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

জর্জিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে উত্তেজিত জনতার হামলা

লোহাগড়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা তুহিন মোল্লার লিফলেট বিতরণ

আফগানদের হোয়াইটওয়াশ করতে মুখিয়ে টাইগাররা

অনূর্ধ্ব-২০ / বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ

রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কারণ জানালেন আগারকার

নিজের ব্যর্থতা নিয়ে যা বললেন হৃতিক রোশন

ব্রাজিলিয়ানের চমকে হারল লিভারপুল, এমএলএসে বড় জয় মায়ামির

১০

যে ৫ কারণে সিঁড়ি দিয়ে উঠলে বুক ধড়ফড় করে

১১

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১২

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

১৩

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

১৪

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১৫

আজ বিশ্ব শিক্ষক দিবস

১৬

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর সাতডোরা 

১৭

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

১৯

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

২০
X