খুলনায় অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরা পশ্চিমপাড়া খুলনা–মোলা নতুন রেল লাইনের পূর্ব পাশে সরিষা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার হয়। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছরের মতো। তার হাত-পা বাঁধা ছিল।
খানজাহান আলী থানার ওসি মোমতাজুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, তাকে কে বা করার শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়। তিনি প্যান্ট ,ফুল হাতা শার্ট, গলায় মাফলার ও জ্যাকেট পরিহিত ছিলেন।
খানজাহান আলী থানার ওসি মোমতাজুল হক বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন