দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ককটেল বিস্ফোরণের পর ফেনী পৌর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ জানুয়ারি) ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেছেন, রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফেনী শহরের রামপুরে হঠাৎ করে ককটেল বিস্ফোরণে মুহুর্মুহু শব্দে আশপাশ প্রকম্পিত হয়ে ওঠে। এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় আ.লীগের নেতারা অভিযোগ করে বলেছেন, প্রায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে হামলা চালায়। এক পর্যায়ে তারা কার্যালয়টিতে আগুন দেয়। এতে আশপাশের বিভিন্ন বাড়ি ও দোকানে আগুন ছড়িয়ে পড়ার অবস্থা সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন