কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন রোববার সকাল ১১টায় নিজ এলাকায় ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছন।
এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রোকসানা হাসান। এদিকে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। এ সময় আলহাজ নাজমুল হাসান পাপন শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তিনি জয়ের ব্যাপার নিশ্চিত।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। এ আসনে ১৪২টি কেন্দ্র, মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৩১৯ জন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার-ভিডিপি, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাছাড়া ৩ জন মেজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল মেজিস্ট্রেটের নেতৃত্ব ৪টি মোবাইল টিম ও দুই প্লাটুন বিজিবি ২টি স্ট্রাইকিং ফোর্স ও ২টি রিজার্ভ ফোর্সের টিম নিয়োজিত রয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা অবাধে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছে বিসিবি সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে নূরুল কাদের সোহেল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীক নিয়ে মো. রুবেল হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতীক নিয়ে হেলাল উদ্দিন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তজোট থেকে লাঠি প্রতীক নিয়ে অ্যাড. আইয়ুব হোসেন এ ছাড়া সতন্ত্র থেকে মো. শাহাবুদ্দিন ও অ্যাডভোকেট আবদুস সাত্তার খোকন।
মন্তব্য করুন