আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ভোটাধিকার প্রয়োগ করা আনন্দের বিষয়। আমি অত্যন্ত আনন্দিত। আমি আরও আনন্দিত এজন্য যে খবর পেলাম সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে, তার মানে জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেটাই প্রমাণিত হচ্ছে।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তার নিজ ভোট কেন্দ্র পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে। আমার মনে হয় আজকের আমাদের যে ভোট সে ভোট হচ্ছে গণতন্ত্র রক্ষার ভোট। আমরা ইনশাল্লাহ বিজয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করবো।
আইনমন্ত্রী আরও বলেন, মানুষ গাড়িতে, রিকশায় করে ভোট দিতে আসছে। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। হরতাল প্রত্যাখ্যান করেছে। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে কিনা তারাই জানে। আমি বলবো বিএনপিতে গণতন্ত্রমনা যারা আছেন তারা অবশ্যই ভুল করেছেন।
মন্তব্য করুন