ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী ও জাতীয় পার্টির এক প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
রোববার রাত ৯টায় ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান তার সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন।
ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি কেন্দ্রে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন (নৌকা) ২লাখ ৫৩ হাজার ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. রাজিউল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ১৩ হাজার ৯৪০ভোট।
ঠাকুরগাঁও-২ আসনের ১০৪টি কেন্দ্রে আওয়ামী লীগের মো. মাজহারুল ইসলাম (নৌকা) ১ লাখ ১৫ হাজার ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আলী আসলাম জুয়েল (ট্রাক) পেয়েছেন ৫৫ হাজার ২৩৪ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনের ১২৮টি কেন্দ্রে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ১লাখ ৮ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায় (হাতুড়ী) পেয়েছেন ৬৫ হাজার ২০৪ভোট।
মন্তব্য করুন