সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
আসাদুল হক সবুজ, বরগুনা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

ঈগলের ঝাপটায় ডুবল শম্ভুর নৌকা, ঢেউ তুলে তীরে নাদিরা

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, গোলাম সরোয়ার টুকু ও সুলতানা নাদিরা জলি। ছবি : সংগৃহীত
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, গোলাম সরোয়ার টুকু ও সুলতানা নাদিরা জলি। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবুও নৌকাডুবি ঠেকাতে পারলেন না আওয়ামী লীগের প্রার্থী। অপরদিকে বরগুনা-২ আসনে নৌকার দাপট ছিল একচেটিয়া। ভোটের ফলাফল বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক খাদ্য উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আসনটির বর্তমান সংসদ সদস্য প্রবীণ এ নেতা এবারও আওয়ামী লীগের মনোনয়নে সাতবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেন।

বরগুনা-১ আসনে শম্ভুর বিরুদ্ধে আরও লড়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম সরোয়ার ফোরকান (কাঁচি) ও সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান (ট্রাক)।

রোববার (৭ জানুয়ারি) ভোটযুদ্ধে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে হেরে তৃতীয় স্থানে জায়গা হয় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। আসনটির তিনটি উপজেলার ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে দেখা গেছে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ৬১৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনায়নবঞ্চিত অপর স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে গোলাম সরোয়ার ফোরকান ৫৭৮৭৪ ভোট পান। তৃতীয় অবস্থানে থাকা শম্ভু পেয়েছেন ৫৪১৬৮ ভোট।

অপরদিকে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ১১৪টি কেন্দ্রে ১৪৮০৩২ ভোটে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী সুলতানা নাদিরা জলি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুলতানা নাদিরা সাবেক প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্ত্রী।

এর আগেও সুলতানা নাদিরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী ড. আবদুর রহমান পেয়েছেন ১৯৫১ ভোট। কেন্দ্রে ভোটার উপস্থিত করাই ছিল নাদিরার বড় চ্যালেঞ্জ।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার মোট ভোটারের গড় ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১০

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১১

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১২

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৩

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৪

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৫

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৬

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৭

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৮

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৯

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

২০
X