আসাদুল হক সবুজ, বরগুনা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

ঈগলের ঝাপটায় ডুবল শম্ভুর নৌকা, ঢেউ তুলে তীরে নাদিরা

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, গোলাম সরোয়ার টুকু ও সুলতানা নাদিরা জলি। ছবি : সংগৃহীত
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, গোলাম সরোয়ার টুকু ও সুলতানা নাদিরা জলি। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবুও নৌকাডুবি ঠেকাতে পারলেন না আওয়ামী লীগের প্রার্থী। অপরদিকে বরগুনা-২ আসনে নৌকার দাপট ছিল একচেটিয়া। ভোটের ফলাফল বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক খাদ্য উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আসনটির বর্তমান সংসদ সদস্য প্রবীণ এ নেতা এবারও আওয়ামী লীগের মনোনয়নে সাতবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেন।

বরগুনা-১ আসনে শম্ভুর বিরুদ্ধে আরও লড়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম সরোয়ার ফোরকান (কাঁচি) ও সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান (ট্রাক)।

রোববার (৭ জানুয়ারি) ভোটযুদ্ধে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে হেরে তৃতীয় স্থানে জায়গা হয় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। আসনটির তিনটি উপজেলার ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে দেখা গেছে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ৬১৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনায়নবঞ্চিত অপর স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে গোলাম সরোয়ার ফোরকান ৫৭৮৭৪ ভোট পান। তৃতীয় অবস্থানে থাকা শম্ভু পেয়েছেন ৫৪১৬৮ ভোট।

অপরদিকে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ১১৪টি কেন্দ্রে ১৪৮০৩২ ভোটে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী সুলতানা নাদিরা জলি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুলতানা নাদিরা সাবেক প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্ত্রী।

এর আগেও সুলতানা নাদিরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী ড. আবদুর রহমান পেয়েছেন ১৯৫১ ভোট। কেন্দ্রে ভোটার উপস্থিত করাই ছিল নাদিরার বড় চ্যালেঞ্জ।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার মোট ভোটারের গড় ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

ঢাবি শিক্ষক কার্জনের জামিন

৩ বছর বিদেশে থেকেও ভোগ করেন বেতন-ভাতা

রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

বাউল শিল্পী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

রাতে ঘুমানোর আগে ঘরোয়া টোটকায় পা হবে নরম তুলতুলে

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে’

১০

২৪ ঘণ্টায় ১১৮ ভূমিকম্প

১১

রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিকে আল-নাসরের টানা নবম জয়

১২

দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন

১৩

মার্কিন ভিসা না পাওয়ায় ভারতীয় চিকিৎসকের আত্মহত্যা

১৪

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৫

বনশ্রীতে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

১৬

ধরা দেওয়া শিরোপা হাতছাড়া হওয়ার পর যা বললেন আকবর

১৭

মানুষ ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে : চরমোনাই পীর

১৮

লা লিগায় আবারও হোঁচট খেল রিয়াল

১৯

হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

২০
X